সাহাবুদ্দিনকে রওশন এরশাদের অভিনন্দন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) অভিনন্দন বার্তায় রওশন এরশাদ বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখসারির যোদ্ধা ছিলেন।
আরও পড়ুন: ছায়া হয়ে পাশে থাকবেন নতুন রাষ্ট্রপতি, আশা জিএম কাদেরের
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন। তার মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এইচএস/এমকেআর/এএসএম