সৌদিতে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫
ভালো বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রি- এমন লোভনীয় অফার দিয়ে সৌদিতে মানবপাচার করতো একটি চক্র। আর হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা।
সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. নজরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিমানবন্দরে চাকরির আড়ালে ইরানে মানবপাচার
গ্রেফতাররা হলেন নজরুল ইসলাম মিলন (৪২), বাদল আকন (৪০), মো. হেলাল উদ্দিন (৩২), আব্দুর রহমান রিপন (৩৮), মো. মাসুদ আলম (২৬)। তাদের কাছ থেকে ১০টি মোবাইল, আটটি এটিএম কার্ড, তিনটি স্ট্যাম্প এবং নগদ ২৫ হাজার ৩৮৫ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ‘ফেসবুক-টিকটকের কারণে বাড়ছে মানবপাচার’
তিনি বলেন, সৌদি আরবে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা নজরুল ইসলাম মিলনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। তাদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই।
আরও পড়ুন: লিবিয়ায় মানবপাচার চক্রের সিন্ডিকেটের সন্ধান, হোতাসহ গ্রেফতার ৪
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেফতাররা বাংলাদেশ থেকে সৌদি আরবে মানবপাচার করতো। এরপর সেখানে থাকা তাদের অন্য সহযোগীরা পাসপোর্ট ও টাকাসহ সর্বস্ব কেঁড়ে নিতো ভুক্তভোগীদের। তাদের একটি ঘরে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে দাবি করা হতো লাখ টাকা।
আরএসএম/জেডএইচ/এমএস