আইপিএল নিয়ে ভাবেন না সাব্বির
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টাকার ছড়াছড়ি থাকায় অনেকেরই এ লিগে খেলার স্বপ্নের মতো। কিন্তু আইপিএলের ভাবনা কখনোই ভাবেন না বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এক ভারতীয় এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন তিনি আইপিএল খেলতে কতটা আগ্রহী। ধারাবাহিকভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে ক্রিকেট খেলছেন আইপিএলে খেলার উদ্দেশে কি-না?
উত্তরে সাব্বির বলেন, ‘আমি প্রতিদিন উন্নতি করতে চাই। আইপিএল-সিপিএল বা এ ধরনের কোনো আসর নিয়ে কিছু ভাবি না। এতে আমার কোনো আগ্রহ নেই। যেখানেই খেলি না কেন, উন্নতি করার প্রতিই থাকে আমার বেশি মনোযোগ।’
এদিন দলের জয়ের মূল কারিগর ছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। চাপে থেকেও দুর্দান্ত এক ইনিংস খেলে বোলারদের সঙ্গে লড়াই করার পুঁজি এনে দেন তিনি। মাত্র ৫৪ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। আর তাতে করেই প্রথমবারের মত শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি ম্যাচে হারায় বাংলাদেশ।
আরটি/বিএ