চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আবাসন খাতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তবে যথাযথভাবে বিল্ডিং কোড মানছেন কি না? বিল্ডিং কোড নিশ্চিতের জন্য ভিজিলেন্স টিম বাড়াতে হবে। প্রয়োজনে স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং করে আলোচনা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউ’র মেজবান হলে আয়োজিত চার দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখ থেকে ম্যানুয়ালি আর ভূমিকর নেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমিকর দিতে আর ভূমি অফিসে যেতে হবে না। এখন লোকজন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমিকর ও মিউটেশনের ফি দিচ্ছে। অনলাইনের পাশাপাশি এখনো ম্যানুয়ালি নেওয়া হচ্ছে। তবে পহেলা বৈশাখ থেকে আর ম্যানুয়ালি নেওয়া হবে না।

আরও পড়ুন: ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ

রিহ্যাবের সদস্য না হলে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স রিনিউ না করার প্রস্তাব দেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। এতে মত দিয়ে ভূমিমন্ত্রী বলেন, রিহ্যাবের মেম্বার না হলে কীভাবে রিয়েল এস্টেট ব্যবসা করে? এক্ষেত্রে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স রিনিউ করার ক্ষেত্রে রিহ্যাবের মেম্বার থাকার বিষয়টি নিশ্চিত করা জরুরি। এতে রিয়েল এস্টেট ব্যবসায় শৃঙ্খলা ফিরে আসবে।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, রিহ্যাবের প্রেসিডেন্ট শামসুল আল আমিন কাজল, রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ প্রমুখ।

আগামী রোববার পর্যন্ত চলবে এ মেলা।

ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।