আমেরিকায় হবে রবীন্দ্র উৎসব
রবীন্দ্রনাথের সাহিত্য তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো হচ্ছে উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। আগামী ৬-৭ মে হবে এ উৎসব। রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ’র আয়োজনে দুই দিনব্যাপী উৎসবের সহযোগী হিসেবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও আমেরিকায় ভারতীয় বাঙালিরা অংশ নেবেন।
শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ও উৎসবের উদ্বোধক ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সমন্বয়ক ব্যারিস্টার তানিয়া আমীর।
লিখিত বক্তব্যে শিক্ষাবিদ ড. পবিত্র সরকার বলেন, রবীন্দ্র উৎসবে উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্য থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রবীন্দ্র অনুরাগীরা অংশ নেবেন। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার এই উৎসবের ভেন্যু।
আয়োজকরা জানান, দুদিনের উৎসবে বাংলাদেশি আমেরিকান শিল্পীরা রবীন্দ্রনাথকে শৈল্পিকভাবে তুলে ধরবেন তাদের চারুশিল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবিও প্রদর্শন হবে।
দুই দিনের সম্মেলনে দুজন প্রধান অতিথি থাকবেন। একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী এবং কথাসাহিত্যিক আলোলিকা মুখোপাধ্যায়।
এমএইচএম/এমএইচআর/এএসএম