২শ ভরি সোনা লুটের অভিযোগে রেলের নিরাপত্তা কর্মী আটক


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২শ ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে। মেজবাহ উদ্দিন হাওলাদার নামে এ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চট্টগ্রাম নগর ডিবি পুলিশ। পরে তাকে জিআরপি থানায় (রেল পুলিশ) হস্তান্তর করা হয়েছে।

অভিযোগ উঠেছে, নগরীর হাজারী গলির দুই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধর ও বিশ্বজিত চক্রবর্তী সোমবার সকালে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে পাহাড়তলী রেলওয়ে স্টেশন যান। সেখানে তারা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তখন ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন নিরাপত্তাকর্মী তাদের দেহ তল্লাশী করতে চান। এ নিয়ে বাকবিতণ্ডা হলে দুই ব্যবসায়ীকে নিরাপত্তা বাহিনীর কক্ষে নিয়ে মারধর করে তাদের কাছে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ রয়েছে।  

এ ব্যাপারে জানতে এডিসি (ডিবি) বাবুল আক্তারকে ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রেলের নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে আটক মেজবাহ উদ্দিন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ লোপাটের বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া যারা এ অভিযোগ করেছেন তারাও মামলা দায়ের করতে রাজি হচ্ছেন না।

বিষয়টি স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তাহমিনা তাকিয়া জানান, দুই স্বর্ণ ব্যবসায়ী গোয়েন্দা বিভাগে অভিযোগ করার পর আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করি। আমাদের অফিসাররা পাহাড়তলী ষ্টেশনে গিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলেছেন। তবে যার বিরুদ্ধে স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে সেই নিরাপত্তা কর্মী মেজবাহ উদ্দিন হাওলাদার স্বর্ণ আত্মসাথের ঘটনা অস্বীকার করেছেন। তারপরও আমরা তাকে রেল পুলিশের কাছে হস্তান্তর করেছি। তারা ব্যাপারটি তদন্ত করে ব্যবস্থা নেবে।

জীবন মুছা/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।