পুরস্কারের নামে ভুয়া তথ্য প্রচার, সতর্ক করলো বিমান
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা ভুয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধুচক্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দিচ্ছে। এ বিষয়ে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
এ ধরনের পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য বিমানের যাত্রীকে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে বিমান সম্পর্কিত যে কোনো বস্তুনিষ্ঠ তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman-airlines.com ভিজিট করতে বলা হয়েছে।
এমএমএ/এমকেআর/জেআইএম