পরিবেশ দূষণের দায়ে ১২ যানবাহন ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১২টি যানবাহনকে ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আদাবর, বসিলা, ভাটারা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ‘পরিবেশ দূষণে ২০৫০ সালের মধ্যে কিডনি রোগী হবে ৫০ লাখ’

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চলে।

এরমধ্যে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে আদাবর এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার টাকা, বসিলা এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ১০ হাজার টাকা এবং খিলগাঁওয়ে একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আরও পড়ুন: পরিবেশ দূষণ রোধে করণীয়

এছাড়া ভাটারা এলাকায় হর্ন দিয়ে শব্দদূষণের দায়ে দুটি যান থেকে ৮০০ টাকা এবং কালো ধোঁয়ায় বায়ুদূষণের দায়ে ১০টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আইএইচআর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।