জামিন পেয়েই আ.লীগ নেতার শোডাউন
১৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু ও আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব। জামিন পেয়ে দুই শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন তারা। সোমবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তিপান তারা।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি মূলাডুলির ছাত্রলীগ নেতা বাঁধন হত্যা মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সোমবার মুক্তির পর দুই শতাধিক গাড়ি বহর নিয়ে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিঠু ও হাবিবকে বরণ করে পাবনা থেকে দাশুড়িয়া হয়ে মুলাডুলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এর আগে টেবুনিয়া সিড গোডাউন মোড়, সাত মাইল ও আট মাইল মোড়ে মিঠুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নেতাকর্মী ও সমর্থকরা। পরে মুলাডুলি ইউনিয়ন আ.লীগ অফিসে বেশ কিছু সময় বিরতি দিয়ে গাড়ি বহর নিয়ে দাশুড়িয়া গ্যাস পাম্পে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও দাশুড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বকুল সরদার।
আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর