গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২, একজনের শতভাগ
রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণ হয়ে দুই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৯) ও মো. মিজানুর রহমান মিজান (২০)।
আরও পড়ুন: মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
শনিবার (৪ মার্চ) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ দুই যুবককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে দগ্ধ দুজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিকেতন থেকে এসি বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। দগ্ধদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মিজানুর রহমান মিজানকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ৪
এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যদের ফোনকল পেয়ে গাজীপুরের শ্রীপুর এলাকায় বাড়ি থেকে ঢাকায় রওনা হয়েছেন গোপাল মল্লিকের বাবা দ্বিজেন মল্লিক। মোবাইল ফোনে কথা হলে জাগো নিউজকে তিনি জানান, গোপাল নিকেতন এলাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম