মতিঝিলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৪ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. তানভীর আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর। এর আগে শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আনা হয়।

নিহতের বন্ধু সিয়াম জানান, রাজধানীর আবুজর গিফারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল তানভীর। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তানভীর। এরপর তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীর রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান রোড এলাকার মো. আল আমিনের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।