পিত্তথলির সমস্যা নিয়ে হাসপাতালে খাদ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

পিত্তথলির সমস্যা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (৫ মার্চ) দুপুরে তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্যারের পিত্তথলিতে ইনফেকশন আছে। এ কারণে তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি বলেন, গুরুতর কিছু নয়, তিনি ভালো আছেন। স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।

খাদ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানান, মন্ত্রী নিজের নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করেন। তার পেটে ব্যথা হয়। এরপর নওগাঁয় তার পরীক্ষা-নিরীক্ষা হয়। সেখান থেকে চিকিৎসকরা জানান, তেমন সমস্যা নেই, পিত্তথলিতে ইনফেকশন হয়েছে। ঢাকা গিয়ে ডাক্তার দেখানোর জন্য বলেন তারা। সে অনুযায়ী তাকে ঢাকায় এনে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়েছে।

আরএমএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।