ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি, জরিমানা এক লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৬ মার্চ ২০২৩

ফসলি জমির মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। আর এসব ইট পোড়ানো হয় কাঠ দিয়ে। এসব অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে জিবিএম নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৪৪ ঘণ্টার পরও মামলা হয়নি

অন্যদিকে অবৈধভাবে জলকদর খালের পাড়ে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার চেষ্টা করায় ফজুলল কাদের চৌধুরী নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং অবৈধভাবে করাতকল স্থাপন করায় মোক্তার আহমেদ আহমেদ নামের আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: অটোরিকশাকে ট্রলির ধাক্কা, প্রাণে বাঁচলেন ৩ যাত্রী

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ইটভাটায় অবৈধভাবে ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। এসব ইট পোড়াতে কাঠ ব্যবহার করা হচ্ছে। এ জন্য জিবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। খালপাড়ের মাটি কাটা এবং অবৈধ করাতকল স্থাপন করায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।