সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দগ্ধ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৯ মার্চ ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বার আউলিয়া তাহের শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, তাহের শিপইয়ার্ডে জাহাজ কাটার কাজ করার সময় আগুনে দগ্ধ হন শ্রমিক মো. আশরাফ মোল্লা। আগুনে তার শরীর ঝলসে য়ায়।

তিনি বলেন, সহকর্মীরা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।