চলছে নয় ছয়


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০২ মার্চ ২০১৬

মোস্তফা কামাল রাজ এখন ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় নির্মাতা। বড় পর্দায় তার পরিচালিত প্রজাপতি, তারকাঁটা ছবি দুটি বেশ প্রশংসিত হয়েছে। কিছুদিন পর আসছে তার বিগ বাজেটের নতুন ছবি ‘সম্রাট’।

অন্যদিকে বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি ছোট পর্দায় তার গ্র্যাজুয়েট, দেনমোহর, দোস্ত দুশমনসহ অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে। সেই তালিকায় এবার যোগ হতে যাচ্ছে নতুন আরো একটি নাটক। নবীন ও প্রবীন ১১ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে নির্মাণ করছেন তিনি ধারাবাহিক নাটক ‘নয় ছয়’। গতকাল মঙ্গলবার, ১ মার্চ থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে রাজধানীর নিকেতনে।

নাটকটিতে অভিনয় করছেন সাজু খাদেম, তানজিকা, অ্যালেন শুভ্র, সাবিলা নূর, ঈশিকা, তাসনুভা তিশা, ইরফান সাজ্জাদ, ফারহান আহমেদ জোভান, শাওন, নাবিলা ইসলাম, মুকিত জাকারিয়া।  

নির্মাতা জানালেন, ‘নয় ছয়’ নাটকের কাহিনি একটি পরিবারকে ঘিরে। তাদের হাসি, আনন্দ, সুখ-দুঃখ তুলে ধরা হবে নাটকে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, রাজু ও তন্দ্রা।’

চলতি মাসের মাঝামাঝি থেকে মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হবে বলে জানালেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।