কুয়েত গেলেন নৌবাহিনীর ১১৯ সদস্য


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০২ মার্চ ২০১৬

কুয়েত কোস্টগার্ডের অধীনে ‘অপারেশন কুয়েত প্রকল্প-১১’ এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ১১৯ সদস্যের একটি দল সোমবার কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

এই দলে নৌবাহিনীর বিভিন্ন কারিগরী শাখার ১১ জন জেসিও’স, পিও’স এবং ১০৮ জন নাবিক রয়েছে। এ প্রকল্পের আওতায় নৌ সদস্যগণ কুয়েতে চার বছর নিয়োজিত থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এর আগে ২৮ ফেব্রুয়ারি কুয়েত গমনকারী নৌ সদস্যদের দলটি নৌবাহিনী প্রধানের সঙ্গে নৌ সদর দফতরে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

উল্লেখ্য, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অধীনে কুয়েত কোস্টগার্ডে দক্ষ কারিগরী শ্রমশক্তি নিয়োগ-২ এর আওতায় অপারেশন কুয়েত প্রকল্প-১১ এ নৌ সদস্যগণ দায়িত্ব পালন করবে।

এদের মধ্যে মেরিন ইলেকট্রিশিয়ান, ডিজেল ইঞ্জিন মেকানিক অভারহলিং, ডক মাস্টার, অপারেটর জেনারেটর, মেরিন এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক, ইলেকট্রিশিয়ান ক্যাবল, এসি অ্যাকুমুডেশন টেকনিশিয়ান, কমিউনিকেশন ইনটারকম টেকনিশিয়ান, মেরিন ডিজেল ইঞ্জিন মেকানিক পাম্প অ্যান্ড ইনজেকটরসহ বিভিন্ন ট্রেডের নৌসদস্য রয়েছে।

প্রাথমিকভাবে এ প্রকল্পে নৌবাহিনীর মোট ৩৫০ জন সদস্যকে মনোনীত করা হয়েছে। বাকি সদস্যগণ পরবর্তীতে পর্যায়ক্রমে কুয়েত গমন করবে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।