শিশু দিবসে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম সমিতি, ঢাকা।
শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর তোপখানা রোডে সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এসময় শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান হল সাজানো হয় নানা রঙের বেলুন দিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি- ঢাকার সভাপতি জয়নুল আবেদীন জামাল। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সদস্য সচিব ডা. রেহেনা আক্তারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস এম অহিদুজ্জামান ও শিল্পী তরুণ ঘোষ। আজীবন সদস্য ও বিশিষ্ট আর্টিস্ট কল্লোল বড়ুয়া ছিলেন প্রতিযোগিতার সমন্বকারী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল। পাশাপাশি বিচারকদের উত্তরীয় প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান বলেন, বঙ্গবন্ধু সব শ্রেণির মানুষের কথা চিন্তা করতেন। তিনি সবার কল্যাণের জন্য কাজ করতে বলতেন।
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ছোট্ট বন্ধুরা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত সব শিশুকে ধন্যবাদ দিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার উপদেশ দেন। তিনি জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন বিভাগের বিজয়ীরা হলেন- ‘ক’ বিভাগ থেকে মোস্তানিরুল মাওয়া, জান্নাতুল মাওয়া ও ফাইয়াজ কবির চৌধুরী যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। ‘খ’ বিভাগ থেকে আজমেরী ইসলাম, আফিয়াত রুশদানিয়া রুপন্তী ও সাফিয়া নুসরাত নূর যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান এবং ‘গ’ বিভাগ থেকে মো. ফারহান রিহাম ভূঁইয়া, মো. তাসীম উদ্দিন ও সুস্মিতা মহন্ত যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে।
সমিতির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান, নাছির উদ্দিন ও মো. আবদুল মাবুদ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমিতির নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচ উল মাওয়া আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, পারভেজ মো. চৌধুরী প্রমুখ।
ইএআর/কেএসআর/এএসএম