আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- মো. জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)। রোববার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪।
এতে বলা হয়, রোববার ভোরে র্যাব-৪-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ জুয়েল ও আওলাদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
আসামিরা দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। গ্রেফতারদের বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএসএম/এএএইচ/জেআইএম