বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জঙ্গি শাহনূর গ্রেফতার


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এই অর্থপ্রধানকে গ্রেফতার করা হয়।
ডক্টর নামেও পরিচিত শাহনূর।

তিনি আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বাস করছিলেন। তাঁকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়।

গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে শাহনূরের খোঁজ করছিল এনআইএ। তাঁকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করে সংস্থাটি। গত মাসে শাহনূরের স্ত্রীকে গ্রেপ্তার করে এনআই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।