চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ১০৫২ ভূমিহীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২০ মার্চ ২০২৩

চট্টগ্রামে নতুন করে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১ হাজার ৫২ জন ভূমিহীন ও গৃহহীন। চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১৫৯টি এবং চতুর্থ পর্যায়ের ৮৯৩টিসহ মোট ১ হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে এসব ঘর দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২২ মার্চ এসব ঘর গৃহহীনদের প্রদান করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। একই সঙ্গে চট্টগ্রাম জেলার রাউজান এবং বোয়ালখালীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলে তিনি জানান।

সোমবার ২০ মার্চ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন। পরে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন।

প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৩ হাজার ৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। সারাদেশের মতো চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি এ ঘর দেওয়া হয়। পরে দ্বিতীয় পর্যায়ে একই বছরের ২০ জুন সারাদেশে ৫৩ হাজার ৩৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম জেলায় ৬৪৯টি পরিবারকে এসব ঘর দেওয়া হয়েছে।

তৃতীয় পর্যায়ে ২০২২ সালের ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তখন চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নের ঘর প্রদান করা হয়েছে। পরে ২০২২ সালের ২১ জুলাই সারাদেশে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয়। তখন চট্টগ্রামে ৫৮৭ পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর দেওয়া হয়। ওইদিন চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ২২ মার্চ সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক বলেন, সরকারি উদ্যোগে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।