অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ সাবেক ফার্মাসিস্টের বিরুদ্ধে মামলা

দুই কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সাবেক ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা করেন। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের বিরুদ্ধে এক কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬৭৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে খুলনায় শূন্য দশমিক ৮৯০ (০.০৮৯০) একর জমির ওপর নির্মিত তিনতলা ভবন ও স্ত্রীর নামে খুলনা সদরে চারতলা ভবনসহ অস্থাবর সম্পত্তি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি সুধাংশু শেখর বাড়ই তার দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবরসহ ৭৯ লাখ ২২ হাজার ৬০১ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত মূল্য পাওয়া যায় এক কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ তিনি ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি সুধাংশু শেখর বাড়ই তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ গোপন করার অসৎ উদ্দেশে খুলনা সদর এলাকায় একটি তিন তলা বাড়ি ও একটি চারতলা ভবন স্ত্রীর অনুকূলে অবৈধভাবে হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
একই সঙ্গে আসামি তুলসী রানী বাড়ই ওই জমিসহ বাড়ি তার স্বামী ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন জেনেও তা হেবানামা মূলে গ্রহণপূর্বক নিজ দখলে রেখে একই আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়।
এসএম/এমকেআর/এমএস