চামড়া শিল্প অর্থনীতিকে এগিয়ে নেবার বড় শক্তি : মজিনা
সাভারে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, তৈরি পোশাক খাতের পর আগামীতে চামড়া শিল্পই এদেশের অর্থনীতিকে এগিয়ে নেবার বড় শক্তিতে পরিণত হবে।
শনিবার সাভারের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় ঢাকা চামড়া শিল্প নগরী প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ চামড়া শিল্পকে এগিয়ে নেবার নেপথ্য কারিগর হিসেবে এ খাতের সাথে জড়িত শ্রমিকদের স্বাস্থ্যসুবিধা, বাসস্থান ও মজুরি বাড়িয়ে দেয়ার জন্য মালিকদের মনোযোগ আকর্ষণ করেন তিনি। শ্রমিকদের সাথে মালিকদের দুরত্বের ব্যবধান কমিয়ে আনতে ও কর্ম পরিবেশ আরও উন্নত করতে আহ্বান জানান মজিনা।
মজিনা বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে আগামী বছরের ডিসেম্বরে আমি বাংলাদেশে পূণরায় আসতে চাই। এ দেশকে ভালো লেগেছে তাই আমি আগ্রহ ব্যক্ত করছি এখানে পুণরায় আসার জন্য।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চামড়া শিল্প নগরীতে নির্মিয়মান ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি)পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
তিনি চামড়া শিল্প নগরীতে বেসরকারি উদ্যোক্তাদের বিভিন্ন পরিকল্পনা পরিদর্শন করেন। চামড়া শিল্প নগরী প্রকল্প কার্যালয়ে এ খাতের উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আহমদ হোসেন খান, ঢাকা চামড়া শিল্প নগরী প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার, এপেক্স ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক একেএম রহমত উল্লাহ এমপি, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রকৌশলী এম আবু তাহের,ফিনিডস লেদার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ প্রমুখ।