বাঁশখালীতে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২০ মার্চ ২০২৩

চট্টগ্রামের বাঁশখালীতে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং কৃষিজমি থেকে মাটি কাটাসহ নানা অভিযোগে দুই ইটভাটাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) বাহারছড়া ও চাম্বল ইউনিয়নে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে বাহারছড়া ইউনিয়নের এমবিএম ইটভাটাকে চার লাখ এবং চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, বাহারছড়া ইউনিয়নের এমবিএম ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পাশের কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল। এসময় ইটভাটার ম্যানেজার মো. নূর হোসেনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটায় গাছের গুড়ি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে ইটভাটা ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামী সাতদিনের মধ্যে এসব ইটভাটা এলাকা থেকে পোড়ানো জন্য রাখা সব কাঠ অপসারণের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ইকবাল হোসেন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।