মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটার, পর্যালোচনার পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২২ মার্চ ২০২৩
ফাইল ছবি

শহরে মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটার নির্ধারণের বিষয়টি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প নিয়ে আলোচনার সময় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। তখন তিনি এই নির্দেশ দেন।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রী বলেন, এখন মানুষ নানা কাজে মোটরসাইকেল ব্যবহার করছে। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করেন অনেকেই। পণ্য পরিবহনেও অনেক সময় মোটরসাইকেল ব্যবহার করা হয়। তাই সামগ্রিক বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন: রিকশার গতি ২৫ কিলোমিটার, অথচ মোটরসাইকেলে ৩০!

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বিষয়টি ভালোভাবে অবগত নন জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিপালনের কথা জানান। যেহেতু বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন তাই একনেক সভা শেষে বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে করা হয়েছে ‘মোটরসাইকেল চলাচল নীতিমালার’ খসড়া। এতে শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার বিষয়ে যা বললেন কাদের

খসড়া প্রকাশের পর থেকেই এর সমালোচনা শুরু করেছেন অংশীজনরা।

এমওএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।