মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ এএম, ২৩ মার্চ ২০২৩

রাজধানীর মালিবাগ রেলেগেটে সোহাগ পরিবহনের বাস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।

বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়ে। এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন>> মালিবাগ রেলগেটে বাস-ট্রেনের সংঘর্ষ

ওসি বলেন, দুর্ঘটনার ফলে সারাদেশের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও তা শুরু হয়েছে।

রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও হেলপার ছিলেন। তারা অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মালিবাগ, মগবাজার, বাংলামোটর ফ্লাইওভারসহ আশেপাশের একাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।