গ্রামীণফোণ কর্মচারীদের বেতন দ্বিগুণের দাবি


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৩ মার্চ ২০১৬

দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কর্মচারীদের বেতন ১০০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছে গ্রামীণফোন স্যালারি বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার জিপি হাউজে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ন্যায্যতাভিত্তিক বেতন-ভাতাদি নির্ধারণের দাবি সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নেতারাসহ পাঁচ শতাধিক কর্মী এ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,কর্মচারীদের বেতন ১০০ ভাগ বৃদ্ধিসহ অন্যান্য ভাতাদিও সহসা নিশ্চিত করতে হবে, নইলে এই দাবি কঠোর আন্দোলনে রূপ নেবে।

সমাবেশ থেকে বলা হয়, সরকারি কর্মচারিদের বেতন ১২৩ ভাগ বাড়ানোর ফলে বাজার অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তার ফলে গ্রামীণফোন কর্মচারীদের বেতনও ১০০ ভাগ বৃদ্ধিসহ অন্যান্য ভাতাদি যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে।

গ্রামীণফোনে বেতন ভাতাদি নিয়ে চরম ‘বৈষম্য’ বিরাজমান- এমন দাবিও করা হয় সমাবেশ থেকে।

আতিকুজ্জামান মির্জার সভাপতিত্বে মাযহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জিপিইইউয়ের সভাপতি ফজলুল হক, জিপিপিসির সেক্রেটারি সুব্রত কুমার দাস, কেন্দ্রীয় নেতা আহম্মদ মনজুর উদ-দৌলা, টেরিটরি অফিসার ইমরুল কায়েস, কেন্দ্রীয় নেতা আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক মিয়া মাসুদ।

আরএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।