লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৭ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সকালে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন দানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

jagonews24

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার বর্ণিল সাজে রমজানকে স্বাগত জানাচ্ছে লন্ডন 

হাইকমিশনার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশে ৭১-এর চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। আজ তারই নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে।

হাইকমশিনার ৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সরকার ও জনগণ এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের অসাধারণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বাধীনতার ৫২ বছরপূর্তি উপলক্ষে বিকেলে লন্ডনের কেনজিংটন টাউন হলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ মন্ত্রী, এমপি, টাওয়ার হ্যামলেটসের স্পিকার, ক্যামডেনের মেয়র ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।