আগুন নিয়ন্ত্রণে এক ফায়ার ফাইটার আহত, উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৭ মার্চ ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। এছাড়া ভবনের ৬ জন বাসিন্দাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: এলিফ্যান্ট রোডে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

তিনি বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, এখন আশঙ্কামুক্ত। এছাড়া ওই ভবনের ছয়জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।

jagonews24

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৭টায় লাগা আগুন রাত ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।