এলিফ্যান্ট রোডে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস জানায়, কাঁটাবনের কাছে বাটা সিগন্যাল এলাকায় ওই ভবনটি নয়তলা। আগুনের সূত্রপাত ভবনের পাঁচতলা থেকে।

আরও পড়ুন: আগুন নেভানোর এই যন্ত্র যেভাবে ব্যবহার করবেন

jagonews24

আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে ইউনিটও বাড়ানো হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

আরও পড়ুন: শরীরে আগুন লাগলে সঙ্গে সঙ্গে যা করবেন

মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, এখানে কম্পিউটারের দোকান রয়েছে। আগুন লাগার সময় সেখানে ক্রেতা-বিক্রেতা সবাই ছিলেন। তবে আমাদের জানামতে, ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, মার্কেটের পাঁচতলায় আগুন লাগে। ধারণা করছি, এসি নয়তো কোনো দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

টিটি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।