ভুয়া সনদে চাকরি
পিজিসিবির টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্টসহ তিনজনের নামে মামলা

জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদপত্র সৃজন করে চাকুরির অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) টেকনিক্যাল অ্যাটেনডেন্টসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ মার্চ) দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর সংস্থাটির সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারোর সম্পৃক্ততা পাওয়া গেলে তা আইনামলে আনা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
আসামিরা হলেন-মো. শামছুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান ও সালাউদ্দিন জোয়াদ্দার মামুন।
মো. শামছুর পিজিসিবির জুনিয়র তড়িৎবিদ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নিয়োগ পত্র ও চাকরি চুক্তি বাতিল করা হয়েছে। মো. ওয়াহিদুজ্জামান ঝিনাইদহ বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যিনি শামছুর রহমানকে ভুয়া শিক্ষা সনদ দিয়েছেন। আরেক আসামি সালাউদ্দিন জোয়াদ্দার মামুন। তিনি ঝিনাইদহের ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ আসামি ভুয়া তথ্য সন্নিবেশ করে জন্ম নিবন্ধনকারী পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য মো. শামছুর রহমানের জাল সনদ সৃজন, ভুয়া তথ্য সন্নিবেশ করে জন্ম নিবন্ধন করে তা ব্যবহারের মাধ্যমে চাকুরিতে নিয়োগ লাভ এবং চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে অবৈধভাবে সহযোগিতা করেন।
এসএম/এমআইএইচএস/এএসএম