১৯ বছর আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে ধরা

২০০৪ সালে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় প্রতারণা করে লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন মো. জাফর আহমদ। ওই সময় তার বয়স ছিল ৪২ বছর। তখন তার নামে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগে সাতটি মামলা হয়। মামলায় দীর্ঘ ১৯ বছর আত্মগোপন থাকার পর অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েন বৃদ্ধ জাফর। এখন তার বয়স ৬১ বছর।
শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাফর আহমদ খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার ৩১ নম্বর বোয়ালখালী গ্রামের হাজি মফজল আহাম্মদের ছেলে।
গ্রেফতারের পর প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, জাফর আহমদের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে দীঘিনালা থানায় সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম