পারলেন না তামিম


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৬ মার্চ ২০১৬

পাকিস্তান সুপার লিগে (পিএলএল) মাত্র ছয় ম্যাচে ২৬৭ রান। এরআগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন দুর্দান্ত। তাই দেশসেরা পেসার মুস্তাফিজুরের ইনজুরিতে একজন বোলারকে না নিয়ে দলে অন্তর্ভুক্ত করা হলো দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। অথচ পাকিস্তানের বিপক্ষে হতাশ করার পর ফাইনালেও ভক্তদের হতাশ করলেন তিনি।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টিস্নাত ম্যাচে টস হেরে বাংলাদেশের ইনিংস ওপেন করতে নামেন তামিম। প্রথম ওভারে না পারলেও দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মেরে দারুণ শুরুর স্বপ্ন দেখান তিনি; কিন্তু জসপ্রিত বুমরাহর গুড লেন্থের বল পুল করতে গেলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। শেষ পর্যন্ত ১৭ বল মোকাবেলা করে ১৩ রান করে ফিরে যান তিনি। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ রান করেন এ ড্যাশিং ওপেনার।  

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মত বাবা হন তামিম। তাই স্ত্রীকে সঙ্গ দিতে তাই এশিয়া কাপের শুরু থেকে দলে ছিলেন না তিনি।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।