শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম ফারুকের নিয়োগ বাতিল
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) নিয়োগ বাতিল করা হয়েছে।
‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২১৮ (২) ধারা অনুযায়ী তার নিয়োগ বাতিল করে মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রকৌশল গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান নজরুল ইসলাম
বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য এস এম নজরুল ইসলাম। তাকে তিন বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০’-এর ধারা-৭ অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।
আরএমএম/এএএইচ