হাজারীবাগ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. আহাদ আলীকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে মু. আহাদ আলীকে রমনা জোনের হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হলো।
এর আগে মু. আহাদ আলী পুলিশ পরিদর্শক (তদন্ত) পল্লবী থানা থেকে তাকে হাতিরঝিল থানায় বদলির আদেশ দেওয়া হয়।
টিটি/এমএএইচ/এএসএম