নারী দিবসে শাহরুখের শুভেচ্ছা
উপমহাদেশে এমন একজন চলচ্চিত্র দর্শক খুঁজে পাওয়া যাবেনা যে কিনা বলিউড কিং শাহরুখ খানের ছবির খবর রাখেন না। শাহরুখ খান যতটা না তার অভিনয় দিয়ে ভালোবাসা কুড়িয়েছেন তার চেয়েও বেশি প্রশংসা কুড়িয়েছেন শিষ্টাচারিতা দিয়ে। আর তাই তো আন্তর্জাতিক নারী দিবসেও পৃথিবীর সকল নারীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না দিলওয়ালে তারকা।
নারী দিবস নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে এই বলিউড বাদশা বলেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি কৃতজ্ঞ তিনি। আরও বলেন পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর চেয়ে সৌভাগ্য আর কিছুতে নেই। এবং আমিও সৌভাগ্যবান এই কারণে যে একজন নারীকে শুভেচ্ছা জানাতে পারছি।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে শাহরুখের নতুন ছবি ফ্যানের ট্রেলার। ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরএএইচ/এলএ/আরআইপি