কুষ্টিয়াবাসীকে কৃতজ্ঞতা জানাল ভুবন মাঝি


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৮ মার্চ ২০১৬

সরকারি অনুদানের নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’র দৃশায়ন শেষ হয়েছে। এর শুটিং হয়েছে কুষ্টিয়ায়। ছবির শুটিংয়ের শেষ দিনে কুষ্টিয়াবাসীকে কৃতজ্ঞতা জানাতে সাংবাদিক সম্মেলন করেছে ‘ভুবন মাঝি’ ছবির ইউনিট।
 
আজ মঙ্গলবার, ৮ মার্চ দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহায়তা করার জন্য কুষ্টিয়াবাসীকে কৃতজ্ঞতা প্রকাশসহ ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র পটভুমি সর্ম্পকে বক্তব্য প্রদান করেন পরিচালক ফাখরুল আরেফিন খান। এ সময় নির্বাহী পরিচালক আরেফিন পাপ্পু, সহশিল্পী ওয়াকিল আহমেদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ ছবির ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচালক ফাখরুল আরেফিন খান জানান, সরকারি অনুদানের নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনয় শিল্পী পরমব্রত চট্রোপাধ্যায় ও বাংলাদেশের অর্পণা ঘোষ। এখানে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন নওশাবা। কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে ছবিটির দৃশায়ন করা হয়েছে।

কুষ্টিয়ার প্রায় ১ হাজার স্থানীয় শিল্পী এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে। ঢাকা ও কলকাতায় ছবিটির শেষ দৃশ্যায়ন অনুষ্ঠিত হবে। আগামী ৩ মাসের মধ্যে চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পাবে।

আল-মামুন সাগর/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।