গ্যাস সংকটকে পুঁজি করে রন্ধন সামগ্রীর দাম বাড়ালেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৫ মে ২০২৩
অবৈধভাবে রন্ধন সামগ্রীর দাম বাড়িয়ে দেওয়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুঁজি করে সিন্ডিকেটের মাধ্যমে রন্ধন সামগ্রীর দাম বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা।

এনিয়ে তীব্র সমালোচনা মুখে নগরীতে অভিযান শুরু করে জেলা প্রশাসন। সোমবার সকালে নগরীর এনায়েত বাজার, লাভ লেন, গোলাম রসুল মার্কেটে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রতীক দত্ত।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সংকট চরমে, এলপিজি-অকটেনে ঝুঁকছেন চালকরা

অভিযানে লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ের এস ট্রেডিংকে ২০ হাজার টাকা, আরিফ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা ও গোলাম রসুল মার্কেটের দুই দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলেই নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ মিলবে’

সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করছে। একই সঙ্গে ইলেকট্রিক রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার দামও বাড়ানো হয়েছে। অভিযোগ পেয়ে সকালে অভিযান চালিয়ে পাঁচ দোকানিকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি মার্কেট কমিটিসহ দোকানদারদের সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।