বাংলাদেশ-ইউএই’র মধ্যে দ্বিপাক্ষিক প্লেন চলাচল চুক্তি নিয়ে আলোচনা

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির বিষয়ে দুই দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৫ মে) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে এ আলোচনা শুরু হয়। আলোচনায় দু’দেশের মধ্যে বিদ্যমান প্লেন চলাচল চুক্তির আওতায় যোগাযোগ বৃদ্ধি ও চুক্তিটি আরও যুগোপযোগী করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় ইউএই’র পক্ষে নেতৃত্ব দেন দেশটির সিভিল এভিয়েশন অথরিটির (জিসিএএ) মহাপরিচালক সাইফ মোহাম্মদ আল সুওয়াইদি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এছাড়া ইউএই’র পক্ষে ইউএই জিসিএএ এবং দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএই’র বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান বেবিচকের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমএএইচ/