চাচাকে হত্যার ৩৪ বছর পর ভাতিজা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৯ মে ২০২৩

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যাকাণ্ডের ৩৪ বছর পর বশির আহাম্মদ (৫৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ মে) ভোরের দিকে রাঙ্গামাটি সদর থানার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বশির আহম্মদ হাটহাজারী থানার চারিয়া গ্রামের নুর আহাম্মদের ছেলে। তিনি চাচা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি চাচা মকবুল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন তার ভাতিজা বশির আহম্মদসহ সহযোগীরা। এ ঘটনায় মকবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে বশিরসহ ৭-৮ জনকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে বশির আহম্মদ আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে ১৯৯২ সালের ১৯ নভেম্বর বশির আহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ইকবাল হোসেন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।