ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা
ভেজাল খাদ্য প্রস্তুতকারক ও এর সঙ্গে যারা জড়িত তারা যতই ক্ষমতাধর হোক না কেন, শিগগিরই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘বিশ্ব কিডনি দিবস-২০১৬’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ভেজাল খাদ্য প্রস্তুতকারীরা যতই ক্ষমতাধর হোক আইনের আওতায় এনে যথাযত ব্যবস্থ্য গ্রহণ করা হবে। সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে বলেছি, ভেজাল খাদ্য প্রস্তুতকারক ক্ষমতাধরদের খুব শিগগিরই জেলে দেখতে চাই। তাদের মধ্যে অন্তত ৩ জনকে শিগগিরই জেলে দেখতে চাই।
‘শিশুদের সুস্বাস্থ্যের জন্য খেলার মাঠের প্রয়োজন’ চিকিৎসকদের এমন পরামর্শের প্রেক্ষিতে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন ৪০-৫০ শতাংশ মাঠ অন্যদের দখলে। যা ফিরে পেতে ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে সকলের সহযোগিতা দরকার উল্লেখ করে সাঈদ খোকন বলেন, অনেক বাধা ও সমন্বয়হীনতা অভাব রয়েছে। এগুলো আমাদের সকলের প্রচেষ্টায় পদক্ষেপ নিতে হবে।
সমন্বয়হীনতার উদাহরণ টেনে তিনি বলেন, কিছু দিন আগে ধানমন্ডি এলাকায় রাস্তা সবে মাত্র কার্পেটিং শেষ করেছি, এমন সময় বিটিসিএল কর্তৃপক্ষ তার (ক্যাবল) লাগাতের পুনরায় রাস্তা কাটার অনুমতি চাইলেন। সকলের সমন্বয় প্রয়োজন।
আগামী কিছুদিনের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার ৭শ` ডাস্টবিন স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ খান, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মাদ হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এবিএস