লোহাগাড়ায় বন্দুকসহ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমান।
সোমবার সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের বান্দরবান পার্বত্য জেলা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ওসি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
আটক চন্দ্র চাকমা বান্দরবান পার্বত্য জেলা সদরের টংকাবতী পুনর্বাসন চাকমা পাড়ার সুনীল চাকমার ছেলে।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় দুজন পাহাড়ি সন্ত্রাসী চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি টিলায় অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরবর্তী সময়ে পুলিশ তাদের ঘেরাও করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে এক সন্ত্রাসীর বন্দুকের চেম্বার হ্যাং হয়ে গেলে ধাওয়া দিয়ে চন্দ্র চাকমা নামের একজনকে আটক করা হয়। এসময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়। তার আরেক সহযোগী বন্দুক রেখে পালিয়ে যায়।
ওসি বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/এমএইচআর