ঢাকায় সাড়ে চার একর সরকারি জমি উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৪ মে ২০২৩

রাজধানীতে প্রায় ৫২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। মতিঝিল রাজস্ব সার্কেলাধীন দক্ষিণগাঁও এলাকায় ৪ দশমিক ৫২ (সাড়ে চার) একর জমি উদ্ধার করা হয়। বুধবার (২৪ মে) নগরীর বিভিন্ন স্থানে সরকারি জমি উদ্ধারে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন।

এদিন ঢাকা জেলা প্রশাসনের অন্তর্গত মতিঝিল রাজস্ব সার্কেলাধীন ‘দক্ষিণগাঁও’ মৌজার সিএস- ১০২০, ১০২৩, ১০২৪, ১০২৬, ১০২৯, ১০৩০, ১০৩৪ এবং সিটি- ৩০২৭, ৩০২৮, ৩০৬৩ নম্বর দাগের মোট ৪ দশমিক ৫২ একর জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫২০ কোটি টাকা।

আরও পড়ুন: সরকারি জমি আত্মসাৎ, একজনের তিন বছরের কারাদণ্ড

অপরদিকে লালবাগ রাজস্ব সার্কেলাধীন ‘দক্ষিণ সোনাটেঙ্গর’ মৌজার সিটি- ১ নম্বর খতিয়ানের ৯৪০ নম্বর দাগের ০ দশমিক ১১৬৮ একর এবং উক্ত সার্কেলাধীন ‘চরকামরাঙ্গী’ মৌজার সিটি- ১ নম্বর খতিয়ানের পাঁচ নম্বর দাগের ০ দশমিক ১৯১২ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। অবৈধভাবে দখল করা জমিতে ছোট বড় ৭-৮টি দোকান, রিকশার গ্যারেজ ও ঘর ছিল। যেগুলো উচ্ছেদ করা হয়।

jagonews24

জমি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন: সরকারি জমি উদ্ধারে গিয়ে ফাঁসলেন খাদ্যগুদাম কর্মকর্তা

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, অবৈধভাবে দখলে রাখা ভূমি উদ্ধারে নিরলসভাবে কাজ করছে ঢাকা জেলা প্রশাসন। পর্যায়ক্রমে প্রতিটি সরকারি সম্পত্তি চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।

জেএ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।