সরকারি জমি আত্মসাৎ, একজনের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১০ এপ্রিল ২০২৩

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া এলাকায় জাল দলিলে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় মো. ফরমান উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিতে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফরমান উল্লাহ কালারমার ছড়া আঁধারঘোনা গ্রামের মৃত মো. আবুল ফজলের ছেলে। এ মামলায় ফরমান উল্লাহর বাবা আবুল ফজলও আসামি ছিলেন। মামলার তদন্তকালে তিনি মারা যাওয়ায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলার নথি সূত্রে জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ি সাতঘরপাড়া গ্রামের ভুক্তভোগী ফরিদুল আলমের কাছে আসামিরা সরকারি খাস-খতিয়ানভুক্ত জমি জাল দলিলের মাধ্যমে নিজেদের দাবি করে বিক্রির জন্য বন্ধক দেওয়ার মাধ্যমে তিন লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেন। ২০০৬ সালে এ ঘটনা ঘটে। পরে জমি হস্তান্তর করতে পারেননি আসামিরা।

এ নিয়ে ২০১৫ সালে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন ভুক্তভোগী ফরিদুল আলম। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬ ধারায় অভিযোগ করা হয়। আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

পরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৯ জনকে সাক্ষী করা হয়। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

আদালতের দুদকের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী জাগো নিউজকে বলেন, সরকারি খাস-খতিয়ানভুক্ত জমি জাল দলিলের মাধ্যমে নিজেদের দাবি করে অর্থ আত্মসাতের মামলায় ফরমান উল্লাহ নামের এক ব্যক্তিতে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজার আদেশমূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এমডিআইএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।