কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরে পাওনা টাকা চাওয়ায় গরু ব্যবসায়ী আহসান উল্লাহকে (৫২) হত্যার ঘটনায় তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন, আহম্মদ আলী কালু (৩৮), রবিউল (৩৬) ও শফিক মিয়া (৩৫)।
শনিবার (২৭ মে) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, গত ২৩ মে পাওনা টাকা চাওয়ার জেরে গরু ব্যবসায়ী আহসান উল্লাহকে হত্যা করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর লেচুমিয়ার মার্কেটের কাঁচাবাজারে এ ঘটনায় ঘটে। এরপর এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, শুক্রবার (২৬ মে) র্যাব-১০ এর একটি দল র্যাব-৮ এর সহযোগিতায় পটুয়াখালীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আহম্মদ আলী কালু ও রবিউলকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, র্যাব-৪ এর সহযোগিতায় মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াটি এলাকায় অভিযান চালিয়ে শফিক মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি করে মোবাইল ফোন ও নগদ ৪৩ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামিরা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য আত্মগোপন করেছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএসএম/এমএএইচ/জেআইএম