চট্টগ্রামে ১২ জুয়াড়ি আটক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, রোববার ভোরে বিআরটিসি ফলমন্ডি এলাকার ইঞ্জিনিয়ার কলোনির একটি কক্ষ থেকে ১২ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও ১১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।
এমডিআইএইচ/কেএসআর/জেআইএম