আরও এক বছর প্রতিরক্ষার সিনিয়র সচিব থাকছেন হাসিবুল আলম
আরও এক বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন গোলাম মো. হাসিবুল আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ দিয়ে রোববার (২৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে হাসিবুল আলম এ নিয়োগ পেয়েছেন।
আগামী ৩১ মে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে চুক্তিতে প্রতিরক্ষা্ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকবেন তিনি।
আরএমএম/এমআইএইচএস/জেআইএম