যাত্রাবাড়ীতে মাদকসহ ২ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৯ মে ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানা সংলগ্ন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দুইজন হলো রাজন (৪২) ও সুক্কুর আলী ওরফে সোহেল (২৩)। সোমবার (২৯ মে) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, আজ সকালে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ১৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪৭০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন জব্দ ও নগদ ৫০০ টাকা উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার ওই দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরএসএম/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।