আশুলিয়ায় গাঁজাসহ কারবারি গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ রাজু আহম্মেদ (৩২) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪।
এতে বলা হয়, শনিবার (২৮ মে) রাতে আশুলিয়া থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর একটি দল। এসময় ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএসএম/এমএএইচ/এমএস