পাহাড়তলীতে ছুরিকাঘাতে যুবক খুন: মূল আসামিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৯ মে ২০২৩

চট্টগ্রামের পাহাড়তলীতে প্রস্রাব করা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৯ মে) ভোরে নগরীর কদমতলী ও পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতাররা হলেন নগরীর হালিশহর এলাকার মো. আবুল হাসেমের ছেলে আবু তাহের রাজীব (২৩), এরশাদ চেয়ারম্যানের বাড়ির মো. ইব্রাহিমের ছেলে মো. রায়হান সজীব (২২), নয়াবাজার এলাকার আবুল হাসেমের ছেলে আবুল হাসনাত রানা (৩০) ও লক্ষ্মীপুর সদর উপজেলার সংসেরাবাদ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন জয় (২৭)।

আবু তাহের রাজীব, দেলোয়ার হোসেন জয় ও রায়হান সজীবকে রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে এবং আবুল হাসনাত রানাকে চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা এ ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তাদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: প্রস্রাবে বাধা দেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

র‌্যাব-৭ জানিয়েছে, গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলীর নয়াবাজার এলাকার একটি কারখানার গেটের সামনে অজ্ঞাত এক যুবক প্রস্রাব করতে গেলে কারখানার নৈশপ্রহরী মফিজ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নৈশপ্রহরী মফিজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। একপর্যায়ে আবু তাহের রাজীব, ওসমান, আবুল হাসনাতসহ আরও কয়েকজন ওই ব্যক্তির পক্ষে এসে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এসময় নৈশপ্রহরী মফিজের ছোট ভাই আজাদুর রহমান ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও কথা কাটাকাটি এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে তারা তাদের দেখে নেবেন বলে হুমকি দিয়ে চলে যান।

ভোরে আজাদুর রহমান দোকানে নাশতা আনার জন্য বাসা থেকে বের হলে ওতপেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আজাদ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেফতারের কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত আমাদের (থানা পুলিশ) হস্তান্তর করা হয়নি। আমাদের হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমডিআইএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।