ডিপিডিসি-ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি বদরুল সম্পাদক শাহাদাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ মে ২০২৩

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সহযোগী সংগঠন ডিপিডিসি-ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ আইডিইবি ভবনে সমিতির সভাপতি আব্দুছ ছাত্তার মিয়ার সভাপতিত্বে এ সভা হয়। সভায় এ কে এম বদরুল আলমকে সভাপতি এবং শাহাদাত হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ডিপিডিসি ডিপ্রকৌস-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (হেডকোয়ার্টার) মো. ফজলুর রহমান খান।

এছাড়াও ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সামসুজ্জামান খান এবং সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা খায়রুল ইসলামসহ প্রায় তিন শতাধিক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবন্দ ও সদস্য প্রকৌশলীদের সাথে মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।